• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক :

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে টাইগ্রেসরা।

মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ মূলপর্বে জায়গা করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৬ রান তোলে বাংলাদেশ, যা বিশ্বকাপ বাছাইপর্বে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ওপেনিংয়ে ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি ৩৫ রানের জুটি গড়েন। নবম ওভারে ১৪ রান করে আউট হন ইশমা। এরপর ক্রিজে আসেন শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে শারমিন ও পিংকি ধীরগতিতে শুরু করলেও ধীরে ধীরে খেলায় গতি আনেন।

৬৭ বলে পিংকি পূর্ণ করেন নিজের ১৫তম অর্ধশতক, আর শারমিন ৫১ বলে ফিফটি তুলে নেন। দলীয় ১৩৮ রানে ৭৯ বলে ৫৭ রান করে আউট হন শারমিন। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ক্রিজে এসে শুরু করেন আগ্রাসী ব্যাটিং। পিংকির সঙ্গে গড়ে তোলেন শক্ত জুটি। ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্কটল্যান্ড। মাত্র ১১০ রানেই তারা হারায় ৭ উইকেট। তবে এরপর প্রিয়নাজ চ্যাটার্জি ও র‍্যাচেল স্লেটারের অষ্টম উইকেট জুটিতে আসে ১২৫ রানের লড়াকু পার্টনারশিপ। প্রিয়নাজ ৬৩ বলে ৬১ রানে আউট হলেও, স্লেটার অপরাজিত থাকেন ৭৩ বলে ৬১ রানে। তবে তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না।

এই জয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ দল এখন বিশ্বকাপের দ্বারপ্রান্তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category