• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

চীনে সাইবার হামলা, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক :

চীন দাবি করেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নবম এশিয়ান শীতকালীন গেমসের সময় তাদের তথ্য অবকাঠামোর ওপর পরিচালিত সাইবার হামলার পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) তিন কর্মকর্তা জড়িত ছিলেন। হারবিন শহরের পুলিশ এক বিবৃতিতে এই অভিযোগ জানায়, যা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশ করা হয়েছে।

চীনের দাবি অনুযায়ী, অভিযুক্ত তিন মার্কিন নাগরিক হলেন—ক্যাথেরিন এ. উইলসন, রবার্ট জে. স্নেলিং এবং স্টিফেন ডাব্লিউ. জনসন। এদের প্রত্যেকেই এনএসএর সাইবার যুদ্ধবিষয়ক গোয়েন্দা শাখা ‘অফিস অব টেইলার্ড অ্যাকসেস অপারেশনস’-এ কর্মরত।

চীনের কম্পিউটার ভাইরাস পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে, ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি—গেমস শুরু হওয়ার আগে এবং চলাকালে—হারবিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামোর ওপর ২ লাখ ৭০ হাজারের বেশি বিদেশি সাইবার আক্রমণ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ হামলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

হামলাগুলোর লক্ষ্য ছিল শহরের তথ্য আদান-প্রদান ব্যবস্থা, সীমান্ত নিয়ন্ত্রণ, ইলেকট্রনিক লেনদেন পদ্ধতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, বিষয়টি নিয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছে অসন্তোষ প্রকাশ করেছে এবং ওয়াশিংটনকে ভিত্তিহীন অভিযোগ ও চীনের বিরুদ্ধে সাইবার আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। তিনি আরও বলেন, চীন তাদের সাইবার নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে বেইজিংয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

হারবিন পুলিশের বিবৃতিতে আরও জানানো হয়েছে, অভিযুক্ত কর্মকর্তারা চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের সিস্টেমেও সাইবার হামলা চালিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০১৯ সাল থেকে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে হুয়াওয়ের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।

চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, তদন্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ভার্জিনিয়া টেক-এর সংশ্লিষ্টতা থাকার প্রমাণও মিলেছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। যদিও পুরস্কারটি কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। চীনে আগে থেকেই গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিলে আর্থিক পুরস্কারের বিধান রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, চীনের প্রচলিত আইনে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। গত মার্চেই এক সাবেক প্রকৌশলীকে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানায় দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category