বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২১১। তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, স্কোর ১৮০। ভারতের রাজধানী দিল্লি রয়েছে চতুর্থ স্থানে, একিউআই স্কোর ১৭৯। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পোল্যান্ডের ক্রাকাউ (১৭৭) এবং ইরাকের বাগদাদ (১৭০)।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে সেটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।