• শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধ, চরমে যাত্রী ভোগান্তি

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

আরবিসি ডেস্ক : মিটারের মামলা ইস্যুতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা। সকাল থেকেই রাস্তা অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন তাঁরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা।

রোববার সকালে রাজধানীর মোহাম্মাদপুর, রামপুরা, মিরপুর ১০, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়।

এদিন সকাল ৭টার দিকে মিরপুর ১৪ নম্বর মোড়ে জড়ো হতে দেখা যায় সিএনজি চালকদের। পরে সেখানে তাঁরা অবরোধ করেন। মিরপুর ১০ নম্বর গোলচত্বরও অবরোধ করেছেন তাঁরা।

সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় অবরোধ করেন সিএনজি চালকরা।

এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। আন্দোলনকারীরা বলছেন, সরকার নতুন যে নিয়ম করেছে তার প্রতিবাদে এই আন্দোলন। তবে ঘটনাস্থলে কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category