• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

রেকর্ড ভাঙলো ‘তুফান’

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আরবিসি ডেস্ক : দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। অক্টোবর মাসেই প্রতিষ্ঠার ২০ বছর পার করে ফেলেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে মানসম্মত বাংলাদেশি সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমাও প্রদর্শন করে দর্শকদের কাছে এক আস্থার নাম হয়ে উঠেছে এই মাল্টিপ্লেক্সটি।
এবার এই সিনেপ্লেক্সে হলিউড-বলিউড সিনেমাকে টপকে সবচেয়ে সফল সিনেমা হওয়ার গৌরব অর্জন করলো সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। চলতি বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে শাকিবের বিপরীতে ছিলেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও দেশের মাসুমা রহমান নাবিলা।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘তুফান’ হচ্ছে এ বছর সবচেয়ে দর্শকনন্দিত সিনেমা। পাশাপাশি গত ২০ বছরে সিনেপ্লেক্সে যত সিনেমা প্রদর্শন হয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে ‘তুফান’। তাই ‘তুফান’কে ব্যবসায়িক হিসেবে ও দর্শক প্রশংসায় সব ভাবে সেরা মনে করে স্টার সিনেপ্লেক্স।
তিনি আরও বলেন, ‘তুফান’ মুক্তির দুই মাস পর দেশে ছাত্র-জনতার আন্দোলন হয়। এতে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। এতে করে দেশের সব কিছুর পরিবর্তন ঘটে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে তুফান আরও কত মাইলফলক স্পর্শ করতো তার ঠিক নেই। তুফানের আগে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ লাভজনক সিনেমা ছিল ‘অ্যাভেটর’ এবং ‘জওয়ান’। চলতি বছর এ দু’টি সিনেমাকে টপকে শীর্ষে উঠে এসেছে ‘তুফান’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category