• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আরবিসি ডেস্ক : জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ নিয়ে জাতীয় সংলাপ শুরু হবে। চলবে শনিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত।

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত এ সংলাপের মূল লক্ষ্য ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’। এতে প্রধান অতিথি হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি অংশ নেবেন। বিশেষ অতিথির বক্তব্য দেবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ড. মুশতাক হুসাইন খান এবং সমাপনী বক্তব্য দেবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা, ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন। অনুষ্ঠান শেষে ঘোষণাপত্র প্রকাশ হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, ২৭-২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার, সংস্কার, নিরাপত্তা ও নির্বাচন বিষয়ে ৬টি অধিবেশনে সংলাপ চলবে। রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সরকারের উপদেষ্টা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং ছাত্র নেতারা এতে যোগ দেবেন। তবে সংলাপে আওয়ামী লীগ কিংবা ১৪ দলীয় জোটের কোনো শরিক দলের প্রতিনিধিদের আহ্বান জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ একটা রূপান্তরপর্বে প্রবেশ করেছে। শহীদদের আকাঙ্ক্ষার পটভূমিতে এফবিএস ব্যাপকভিত্তিক জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছে। সংলাপের উদ্বোধন করবেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category