অনলাইন ডেস্ক :
ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হলেও এখনো গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, যারা নিঃস্ব হয়েছে, যারা বাড়িতে থাকতে পারেনি, যারা চাকরি হারিয়েছে, যারা ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি অবশ্যই দায়িত্ব আছে আমাদের।
এটার পাশাপাশি যে কারণে কষ্ট করেছে সেটাও দূর করতে হবে। আমরা এক দফা আন্দোলন করছিলাম। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। জুলাই-আগস্টে ফ্যাসিবাদ-স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র এখনো পুনর্প্রতিষ্ঠিত হয়নি। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে, যখন এদেশের মানুষ নিশ্চিতে, নির্বিঘ্নে, নির্ভয়ে তার পবিত্র ভোট আমানত দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য নজরুল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষ গণতন্ত্র চায়, যেটা পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। মানুষ স্বস্তির জীবন চায়, যেমনটা পেয়েছিল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে। তারা উন্নয়নের দিকে এগুতে চায়, যেটা শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে। আমরা কখনো ভুলে যাবো না, আমাদের যারা শহীদ হয়েছে, গুম হয়েছে যারা, তাদের পরিবার-পরিজনদের প্রতি আমাদের দায়িত্ব আছে।
প্রধান অতিথি বলেন, ‘ক্ষমতা নয়, আমরা দায়িত্ব নিতে চাই। দায়িত্ব এ কারণে নিতে চাই যে, আমার যে ভাইটা খুন হয়েছে তার পরিবারকে সহযোগিতা করতে চাই। আমার যে ভাইটা গুম হয়েছে আমি তার মুক্তির চিন্তা করতে চাই। যাদের বিরুদ্ধে মামলা-মোকাদ্দমা হয়েছে, যারা কষ্ট করেছে আমি এটার পরিবর্তন চাই। আমি চাই আমার দেশের যে কৃষক তাদের উৎপাদিত সামগ্রীর ন্যায্যমূল্য পায়নি, আমি তাদের ন্যায্যমূল্য দিতে চাই। আমরা শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি দিতে চাই। ভোক্তাদের ন্যায্যমূল্যে তার নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী দিতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। ’
বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এসএম আব্দুল হালিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন প্রমুখ।
এ সময় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।