• বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে সারাদিনেও দেখা মেলেনি সূর্যের

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পদ্মা পাড়ের রাজশাহী।
সোমবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার পর রাজশাহীতে সূর্যোদয় হয়েছে। তবে দুপুর ২টা গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। এদিন ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন পুরো রাজশাহী। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। আর এ কারণেই বেড়েছে শীতের দাপট।

এ জন্য চরম দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের মানুষ। ক্ষতি হচ্ছে ফসলের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
ঘনকুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে বেকায়দায় পড়ছেন খেটে খাওয়া নিম্নআয়ের লোকজন।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৯ ডিসেম্বর) দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রী সেলসিয়াস, ১০ টায় ১৭.৬ ডিগ্রী সেলসিয়াস বেলা ১১ টায় ১৮ ডিগ্রী সেলসিয়াস। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি।

রাজশাহী আবহাওয়া অফিসের সহকারি আনোয়ারা খাতুন জানান, দুপুর পর্যন্ত সূর্য না উঠার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর বিকেলের দিকে সূর্য দেখা দিতে পারে।
এদিকে সূর্যের দেখা না মেলায়, রাস্তাঘাটে লোকজনের সমাগম দেখা গেছে। কুয়াশা ও সূর্যের লুকোচুরির সাথে সাথে মৃদু বাতাস বইতে থাকায় শিশু ও বৃদ্ধদের বাইরে তেমন দেখা যায়নি।

অপর দিকে কর্মজীবি ও স্কুল কলেজের শিক্ষার্থীদের চাদর , সোয়েটার, মাফলারসহ গরম কাপড় পরে বের হতে দেখা গেছে।
শহর ও হাট-বাজারে লোকজনের উপস্থিতি কমে আসায় তেমন যাত্রী না পেয়ে অর্থ কষ্টে পড়েছে রিকশা, ব্যাটারী চালিত অটোচালকেরা।

কৃষকরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে ক্ষতি হচ্ছে ফসলের।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাবার সাথে সাথে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ বালাই বৃদ্ধি পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। বিশেষ করে শিশুরা ভাইরাস জ্বর আর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের শুরু থেকেই সাবধানতা অবলম্বন করতে বলছেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category