• বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

রাজশাহীতে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

রোজিনা সুলতানা রোজি / ২৪ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এবং ক্ষমতায়ন শীর্ষক ইনক্লুসিভ টক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে (৮ ডিসেম্বর’২৪) নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউকেএইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নারীসহ নেতাকর্মী, শিক্ষক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রাজনীতিতে নারীদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জসমুহ এবং তা মোকাবেলায় তরুণ সমাজের ভূমিকা নিয়ে মতামত প্রদান করেন।

এ সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম এসোসিয়েট আশেক তানভীর অনীক।

এ সময় সাম্প্রতিক প্রেক্ষাপটে তরুণ নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে ছাত্র/যুবদের ভূমিকা,নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সিএসওর (CSO) ভূমিকা, পুরুষ নেতাদের করনীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসিইন্টারন্যাশনালের রাজশাহীর রিজিওনের সিনিয়র ম্যানেজার আসমা আকতার, বাংলাদেশ জাতীয়তাবাদি দলের নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি জাহান পান্না, মল্টি পার্টি এ্যাডভোকেসে ফোরাম রাজশাহী’র সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, মাল্টি পার্টি এ্যাডভোকেসে ফোরাম রাজশাহী’র সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরাম জয়পুরহাটের সহ-সভাপতি ও জয়পুরহাট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ গণ্যমান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category