আরবিসি ডেস্ক: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির ট্রাকচাপায় চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেন। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হন।