নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অনধিকারভাবে জমিতে প্রবেশ করে চাঁদা দাবি, জমির কাজ বন্ধ করে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক কাউন্সিলর টুটুল ও তার বোনদের বিরুদ্ধে।
রোববার (১৭ নভেম্বর) বেলা ১২ টায় এ উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অবসারপ্রাপ্ত সেনা সদস্য সুজাউদ্দৌলা।
তিনি বলেন, বিগত ২০২১ সালে ২৭ জন মিলে ১৪ নম্বর ওয়ার্ড ডাবতলা এলাকায় খতিয়ানের মাধ্যমে একখন্ড জায়গা ক্রয় করি। গত ১৬ নভেম্বর ওই জমিতে বিল্ডিং তৈরির উদ্দেশ্যে মাটি কাটার কাজ শুরু করলে সাবেক কাউন্সিলর টুটুল, তার বোন শাহানাজ বেগম, তাজমা বেগম সহ ২০/২৫ জন লোক অনধিকার ভাবে জমিতে প্রবেশ করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে বিল্ডিং তৈরির কাজ বন্ধ করে হৈচৈ শুরু করে ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমাকে শারিরীকভাবে হেনস্তা করে।
তিনি বলেন, এ জমিতে বিল্ডিং তৈরি করা হলে রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে এবং বার বার আমাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে তারা। এমতাবস্থায় ওই দিনই এ বিষয়ে থানায় একটি অভিযোগ করি। এর আগে বহুবার এ জমি নিয়ে আমার সাথে ঝামেলা করতে থাকে তারা। এ বিষয় নিয়ে কোর্টে একটি মামলাও দায়ের করেছি। সেখানে তারা কোনোরকম কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরো বলেন, তাদের কাছে জমির সঠিক কাগজপত্র না থাকায় আইনগতভাবে তারা আমার থেকে জমিটি নিতে পারছেন না। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে তারা জোরপূর্বক জমির কাজ বন্ধ করে দিতে চায়ছে এবং তা না হলে ২০ লক্ষ্য টাকা চাঁদা দাবি করছন। এমতাবস্থায় আমি প্রাণনাশের আশঙ্কায় রয়েছি। প্রশাসনের প্রতি আকুল আবেদন, যতদ্রুত সম্ভব এদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিপ্লব কুমার ঘোষ ও মুস্তাফিজুর রহমান প্রমুখ।