• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

স্বৈরাচারী সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে জাহান্নামে পরিণত করেছে: মুফতি রেজাউল করীম

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আহমাদুল্লাহ এর সভাপতিত্বে সীরাতুন্নবী (সাঃ) এর আলোকে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়নে করণীয় শীর্ষক ওলামা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ৩১ অক্টোবার) বাদ আসর নগরীর শাহ্ ডাইন কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার। তিনি বলেন, গত ১৬ বছর যাবত স্বৈরাচারী সরকার দুর্নীতির মাধ্যমে অন্যায় অবিচার করে দেশকে দুনিয়ার জাহান্নামে পরিণত করেছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে পৃথিবীর বুকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার।

তিনি আরো বলেন, জুলাই গণহত্যাকান্ডের যথাযথ বিচার এবং এই হত্যাকান্ডে যারা সহযোগিতা করেছে তাদেরকে নিষিদ্ধ করাসহ দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করতে হবে। ছাত্র-জনতার এক সাগর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি তা কোনভাবেই ভুলণ্ঠিত হতে দেয়া হবে না। আগামীতে আর কোন স্বৈরাচারী শাসক যেন বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ওলামা মাশায়েখদের এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলা, আগামীর সমাজ ব্যবস্থা হবে ইসলামের সমাজ ব্যবস্থা। সর্বপরি রাষ্ট্রে পূর্ণাঙ্গ শান্তি ও মুক্তি পেতে হলে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে হবে।

সেমিনারে প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মাওলানা শেখ তৈয়বুর রহমান নিজামী বলেন, রাসূল (সাঃ) ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। তার রাষ্ট্র ব্যবস্থার আলোকে যদি আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা সাজাতে পারি তাহণে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তাই সীরাতুন্নবী (সাঃ) এর আলোকে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে হলে ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে এবং মানুষের মধ্যে ইসলামী রাষ্ট্রের রুপরেখা তুলে ধরতে হবে তবেই আমরা একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাআল্লাহ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা আবু সালেহ মোহাম্মদ ত্বহা, আল জামিয়া আল ইসলামীয়া মাদরাসা, রাজশাহী’র শায়খুল হাদীস ও মুহতামিম আলহাজ্ব মুফতি নূর মোহাম্মদ, মুহাদ্দিস মাওলানা ফজলুল করীম, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, মুসরইল শাহ সামাদ হাফেজিয়া কুওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান দিদারী, জামিয়া ইসলামীয়া শাহ্ মখদুম (রঃ), রাজশাহী’র ভারপ্রাপ্ত মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক, জামিয়া ক্বওমিয়া মহিলা মাদরাসা, রাজশাহী’র প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল্লাহিল কাইয়ুম শাহ্, ডা. আমিনুল ইসলাম কটন, জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ), রাজশাহী’র মুহতামিম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ তালহাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category