• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

রাজশাহীর উপশহর মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

Md Yousuf Sofiullah / ১০৫ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর উপশহর মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও কলেজের সভাপতি তরফদার মো. আক্তার জামীল।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রকৃত শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষা অর্জন করে দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতি নবীন শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষা-প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা গ্রহণ করে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন পূরণের আহ্বান জানান তিনি।

তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যেমন যথাযথ দায়িত্ব পালন করতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও সময়ের সদ্ব্যবহার নিশ্চিতের প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে যথাসময়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকা ও রুটিন অনুযায়ী পাঠ দানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপশহর মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং স্টেট স্কুলের প্রধান শিক্ষক মো: গোলাম আজম। এছাড়াও উপশহর মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category