নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনির্বাচিত বর্তমান পরিষদ ভেঙ্গে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর দাবিতে স্বারকলিপি দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এ স্বারকলিপি দেয়া হয়েছে রাজশাহীর ব্যবসায়ী সম্নয় পরিষদের উদ্যোগে। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন ব্যবসায়ী প্রতিনিধিরা।
স্বারকলিপিতে তারা বলেন, আমরা রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ীরা রাজশাহী ব্যবসায়ী সমন্বয় জনবিচ্ছিন্ন পরিষদের মাধ্যমে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনির্বাচিত, অযোগ্য, বর্তমান পরিষদ ভেঙ্গে দিয়ে একটি অন্তরবর্তীকালীন কমিটি গঠন করতে হবে। পাশাপাশি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করার জোর দাবী জানাচ্ছি। চেম্বার অব কমার্স একটি এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্স এর বর্তমান পরিচালনা পরিষদের অনেকে ফৌজদারী মামলার আসামী হিসাবে পলাতক আছেন। ফলে রাজশাহী চেম্বার অব কমার্স কার্যত স্থবির হয়ে গেছে।সাধারণ ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতা, ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে জটিলতা, ট্যাক্স প্রদান সংক্রান্ত জটিলতা, আমদানী রপ্তানী সংক্রান্ত এবং নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মূল্য মনিটরিং সংক্রান্ত জটিলতা নিরসনে চেম্বার অব কমার্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ।