• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ফুটবলের ভিতর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভিতরে থাকা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৫ সিপিসি-১, চাপাইনবাবগঞ্জ ইউনিট।

শনিবার (২৬ অক্টোবর) রাত ৯ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার হেলিপ্যাড সংলগ্ন সরমংলা গ্রামস্থ জনৈক জামাল উদ্দীনের পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে হেরোইনগুলো উদ্ধার করে।

র‌্যাব রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে।

এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা ১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কাঁটা হলে ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এই ঘটনায় উদ্ধারকৃত হেরোইনগুলো গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category