আরবিসি ডেস্ক: চট্টগ্রামে সাইদুর রহমান খোকা নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালখালী থানার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইদুর রহমান খোকা বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুর রহমান খোকাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।