• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

সিরাজগঞ্জে বৃদ্ধার ৪ টুকরো করা মরদেহ উদ্ধার, ঘাতক আটক

Sonia khatun / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার নওহাটা চরে এক বৃদ্ধাকে ৪ টুকরো করে হত্যা করা হয়েছে। নিহত মনোয়ারা খাতুন মনো (৬০) গ্রামের মৃত শান্তা শেখের স্ত্রী।

এ ঘটনায় গ্রামের খোরশেদ সরকারের ছেলে প্রথমে জনতার হাতে ধৃত ঘাতক জাকারিয়া হোসেন (৩০) থানা পুলিশ আটক করেছে। তিনি নিহতের দেবরের মেয়ের জামাই। এদিকে বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই সুলতান মাহমুদ, ছেলে আব্দুল মমিন ও পুলিশ জানান, নওহাটার কৃষিকাজ করা জাকারিয়া হোসেন কয়েক বছর আগেও একটি বিয়ে করেছিল। সেখানে বনিবনা না হওয়ায় সে বউকে তালাক দিয়ে মনোয়ারা খাতুনের দেবর বয়ান আলীর মেয়ে তাছলিমার বিয়ের কথা হয়। তখন মনোয়ারা বেগম জাকারিয়া পাগলাটে হওয়ায় বিয়েতে অসম্মতি প্রকাশ করে।

তারপরও ২ বছর আগে বিয়ে হলে ২টি সন্তান হয়। হঠাৎ করে বুধবার বিকেলে সকলের অজান্তে বৃদ্ধা মনোয়ারা খাতুন চরের বাড়ির ঘরে অবস্থানকালে তাকে মাছ কাটা দা দিয়ে কুপিয়ে দুহাত, মাথা, দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে।

এরপর তা বস্তায় ভরে ঘরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরনে থাকা শার্টে রক্তমাখা দেখে গোসাইবাড়ি চর থেকে জনগণ আটক করে। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্গম চরটি থেকে বৃহস্পতিবার সকালে মরদেহসহ আটককৃতকে ধরে থানায় নিয়ে আসে।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, স্থানীয়রা দাবি করেছে ঘাতক জাকারিয়া মানসিক বিকারগ্রস্ত হওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category