নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলদেশ গার্লস গাইডস এসোসিয়েশন পবা ও রাজশাহী সদর আয়োজিত ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ৫দিন ব্যাপি গাইড গাইডার প্রশিক্ষন কোর্স শেষে সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে গাইড হাউজ বিলসিমলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
বাংলাদেশ গার্লস গাইডস এসাসিয়েশন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার গাইড কমিশনার সাবরিনা শারমিন।
৫ দিন ব্যাপী প্রশিক্ষনে রাজশাহী, পবা ও সদর উপজেলা থেকে মোট ৪৯জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।