• মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
এবার হইচইয়ের অভিযোগে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে শোকজ রাজশাহীতে নারী চিকিৎসককে বাসা থেকে অপহরণ রাজশাহীতে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে শিক্ষার্থীদের রোষানলে পুলিশ আরএমপির অভিযানে দুই ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ১২ রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না : রাজশাহীতেভোক্তার ডিজি রাজশাহীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ‘অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ মেনে নেবে না’-রাজশাহীতে রুহুল কবির রিজভী রাজশাহীর প্রথম নারী এসপি ফারজানা ইসলাম থার্টি ফার্স্টে নাইটে আতশবাজি শাস্তিযোগ্য অপরাধ, বিরত থাকার অনুরোধ

রাজশাহীতে বরযাত্রীদের ওপর হামলা করলো একদল ছাত্র

Sonia khatun / ৬৩ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রেনের ভেতরে বরযাত্রীদের ওপরে হামলা করেছেন একদল ছাত্র। জিআই পাইপ দিয়ে পিটিয়ে বরযাত্রীদের একজনের হাত ভেঙে দিয়েছেন তাঁরা। ভুক্তভোগী ব্যক্তিদের টাকাপয়সা লুট করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া আটটায় জেলার আড়ানী স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন ওই বরযাত্রীরা। তাঁরা গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে যাচ্ছিলেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর হামলাকারীদের একজনকে আটক করে পুলিশে দেন আনসার সদস্যরা। আটক ছাত্র (১৭) নগরের আসাম কলোনি বউবাজার এলাকার বাসিন্দা। সে নগরের ইউসেপ স্কুলে পড়ে। তার সঙ্গে হামলায় মনির (২৪), মাইনুল (২৬) নামের দুই বড় ভাইসহ কিশোর বয়সী আরও কয়েকজন ছাত্র ছিল বলে সে জানিয়েছে। মনির ও মাইনুল ছাড়া সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

আহত বরযাত্রী আরিফুল ইসলামের (২৮) বাড়ি জেলার বাঘা উপজেলার আড়ানী ননুনগর গ্রামে। বাঁচার জন্য তিনি রাজশাহী স্টেশনে নেমে দৌড় দিয়েছিলেন। তাঁকে জিআই পাইপ ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। পিঠে স্ট্যাম্পের দাগ বসে গেছে। ট্রেনের ভেতরে ডিটল সরকার নামে আরেকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি ওই ট্রেনেই কাঁকনহাট চলে গেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভাঙা হাত নিয়ে আরিফুল কাতরাচ্ছেন। সঙ্গে থাকা বরযাত্রী নিশান আলী স্টেশনের একটি দোকানের রেফ্রিজারেটর থেকে বরফ এনে লাগাচ্ছেন।

আরিফুল ইসলাম বলেন, তাঁরা আড়ানী থেকে ৩০ জন বরযাত্রী ট্রেনে উঠেছিলেন। ট্রেনের ওঠার পরে ওই দলের সঙ্গে দেখা হয়। তাঁরা কার সঙ্গে যেন ঝামেলা করছিলেন। একপর্যায়ে তাঁর মাথায় একটা গুঁতা লাগলে তাঁর সঙ্গের লোকজন ধাক্কা দিয়ে ছাড়িয়ে নেন। এরপর তারা তাঁদের (বরযাত্রীদের) মারধর শুরু করেন। এ সময় ডিটল সরকারকে মেরে আট হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেন। তিনি বলেন, বিপদ দেখে কৌশলে সরদহ স্টেশনে নেমে বরসহ তিনজন সড়ক পথে কাঁকনহাটের উদ্দেশে রওনা দিয়েছেন। রাজশাহী স্টেশনে নেমে তিনি দৌড়ে একজন আনসার সদস্যকে জড়িয়ে ধরে বলেন, ‘আমাকে বাঁচান।’

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পত্রিকার হকার কাজল (৬০)। তিনি বলেন, ‘তারা মারছে আর বলছে, এই বড় ভাইদের ডাক দে।’ আরেকজন প্রত্যক্ষদর্শী রাজশাহী প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশনের দপ্তর ও প্রচার সম্পাদক শেখ মো. সাকিক বলেন, তিনি দেখেছেন, আরিফুল ট্রেন থেকে নেমে দৌড়াচ্ছেন। তার পেছনে নিশানকে মারতে মারতে আসছেন এক হামলাকারী। স্থানীয় লোকজন ঘিরে ধরলে তাঁরা পালিয়ে যান। যাওয়ার সময় জিআই পাইপটি ফেলে যান। মারার কারণে স্ট্যাম্পটি ভেঙে দুই টুকরা হয়ে যায়। পুলিশ এগুলো জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগে থেকেই খবর পেয়ে ছাত্রদের কয়েকজন বড় ভাই জিআই পাইপ, স্ট্যাম্প ও লাটিসোঁটা নিয়ে রাজশাহী স্টেশনে অপেক্ষা করছিলেন। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁরা আরিফুল ও নিশানের ওপর হামলা করেন।

আটক হামলাকারী ছাত্র স্ট্যাম্প দিয়ে পেটানোর কথা স্বীকার করেছেন। সকালে আড়ানী স্টেশনে কেন গিয়েছিলেন, জানতে চাইলে তিনি জানান, তাঁরা ১০-১২ জন মিলে সকালে তিতুমীর ট্রেনে রাজশাহী থেকে আবদুলপুর স্টেশনে লুচি খেতে গিয়েছিল। সেখান থেকে কমিউটার ট্রেনে ফিরছিল। আড়ানী স্টেশনে এসে বরযাত্রীর একজনের সঙ্গে তাঁদের ঝামেলা হয়। তারপর এ ঘটনা ঘটে।

রাজশাহী রেলস্টেশনের মাস্টার আবদুল মালেক জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আটক হামলাকারীকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় মামলা করতে পারেনি রেলওয়ে পুলিশ। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ঘটনাস্থলে উপস্থিত দুজন সেনাসদস্য ছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা হচ্ছে। পরে মামলার সিদ্ধান্ত জানাতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category