• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

ভালুকের হানা, গুলি করে বাবাকে বাঁচালেন ১২ বছরের ছেলে

Sonia khatun / ৭৮ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আরবিসি ডেস্ক: বাবার ওপর আক্রমণ করে কালো ভালুক, উপায় না পেয়ে গুলি করে বাবাকে বাঁচিয়েছেন ১২ বছর বয়সী ছেলে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি

ছেলের এমন বীরত্বপূর্ণ কাজে বেজায় খুশি ৪৩ বছর বয়সী বাবা রেয়ান বেয়ারম্যান। মিনিয়াপলিশ স্টার-ট্রিবিউটনকে তিনি বলেন, ভালুকটিকে গুলি করার পর এটি আমার ওপরই মারা যায়।

উইসকনের প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর বার্নেট কাউন্টির সাইরেনে এই হামলার ঘটনা ঘটে।

ওই পরিবারটি যখন কালো ভালুকটি শিকার করে তখন তাদের কেবিনের পাশেই আরও একটি ভালুকের দেখা মেলে।

ভালুকের হামলায় রেয়ান বেয়ারম্যান বাহু, পা এবং পেটে আঘাত পেয়েছেন। তিনি বলেন, ভালুকটি হামলার করার পর এটিকে পিস্তল দিয়ে আঘাত করি। কিন্তু মনে হয়েছিল পিস্তল দিয়ে ইটের দেয়ালে আঘাত করছি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভালুকের হামলার ঘটনায় খুবই বিরল। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত উইসকনসিনে ৯টি ভালুকের হামলার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category