আরবিসি ডেস্ক: বলিউড তারকাদের বিয়ে মানেই আলোচনা। তাদের বিয়ের পোশাক, জুয়েলারি থেকে শুরু করে ছবি সব নিয়েই ভক্তদের বিশ্লেষণ চলে। সম্প্রতি বলিউডে যুক্ত হলো নতুন তারকা দম্পতি। বিয়ে করেছেন অদিতি রাও হায়দারি ও অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় গত সোমবার (১৬ সেপ্টেম্বর) বিয়ে করছেন তারা। তাদের বিয়ে নিয়ে চলছে আলোচনা। যেখানে বলিউডের সব তারকারা ডেস্টিনেশন ওয়েডিং করেন বর্তমান সময়ে, সেখানে তারা দুজন হেঁটেছেন ভিন্ন পথে। সাদামাটাভাবে বিয়ে করেছেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের কাছের মানুষ।
বিয়ের অনুষ্ঠানে অদিতি পরেছিলেন বেইজ-গোল্ডেন শাড়ি। এর সঙ্গে ছিল কুন্দনের স্বর্ণের গহনা। চুলে বেলি ফুলের গাজরা দিয়েছিলেন অদিতি, সেই সঙ্গে কপালে লাল টিপ। সিদ্ধার্থ পরেছিলেন কুর্তা আর ধুতি। বিয়ের অনুষ্ঠানের ছবিতে দেখা যায় দুজনেই অনেক খুশি।
তবে বিয়ের পরের ছবিগুলো নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনা হয়েছে। নিজেদের ছবি পোস্ট করে তারা লিখেছেন, ‘তুমি আমার সূর্য, চন্দ্র এবং সব নক্ষত্র… চিরায়ত ও চিরকালীন সঙ্গী।’ এর সঙ্গে তারা নিজেদের নাম দিয়েছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস আদু-সিদ্ধু’।
অদিতি আর সিদ্ধার্থের প্রেম বলিউডের অজানা ছিল না। কিন্তু তাদের বিয়ে নিয়ে সেভাবে জানা যায়নি। একরকম হঠাৎ, কোনো শোরগোল না করেই বিয়ে করলেন। চমকে দিয়েছেন ভক্তদের। এর আগে তারা বাগদানের কথাও প্রকাশ করেছিলেন সাদামাটাভাবে। বিয়ের প্রস্তাব সম্পর্কে অদিতি জানিয়েছিলেন, সে আমার সামনে হাঁটু গেড়ে বসেছিল আর আমি জিজ্ঞেস করেছিলাম, এখন আবার কী হারাল? নাকি আমাদের কারো জুতার ফিতা খোলা? তারপর সে আমাকে বলল, ‘আদু, আমার কথাটা শোনো’ এবং এ কথা বলেই আমাকে প্রপোজ করে।
অদিতি-সিদ্ধার্থ তাদের বিয়ের পর নিজেরাই বেশকিছু ছবি শেয়ার করেছেন। এরমধ্যে একাধিক ছবিতে তাদের দেখা যায় বইভরতি স্টাডিতে। সেই সঙ্গে কয়েকটি আউটডোর ছবিও ছিল। ভক্তসহ বলিউড তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন এই নবদম্পতিকে।