• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন স্বৈরাচারের পতন হলেও এখনো গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়নি: নজরুল টিউলিপের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ

গণঅভ্যুত্থানে নিহত শহিদদের নিয়ে মামলার নামে ব্যবসা শুরু হয়েছে: সারজিস

Sonia khatun / ৩৪ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আরবিসি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের নিয়ে মামলার নামে দেশে ব্যবসা শুরু হয়েছে। এসব মামলায় প্রকৃত অপরাধীদের সঙ্গে জড়ানো হচ্ছে অনেক নিরাপরাধ মানুষকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও অন্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তদন্ত ছাড়া কাউকে গ্ৰেপ্তার কিংবা হয়রানি না করতে অনুরোধ জানান তিনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় এস কথা বলেন তিনি।

সমাবেশে সারজিস বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনও সরকারের বিভিন্ন স্তরে বসে ষড়যন্ত্র করছে। প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করছে বিভিন্ন মহল। আগামী নির্বাচন পর্যন্ত ধর্ম, বর্ণ, রাজনৈতিক সকল ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে আমরা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন দেখতে পেয়েছি। কিন্তু তা ছিল আমাদের চোখের সামনে ঝুলিয়ে রাখা কিছু মুলা। ওই মুলার দিকে তাকিয়ে থাকতে থাকতে এদেশের বিভিন্ন সিষ্টেমের ভেতরে থাকা ফ্যাসিবাদের দালালরা ক্যানসার কোষের সৃষ্টি করেছে। এই বাংলাদেশের সরকারি ও বিভিন্ন সিস্টেমে কাজ করেছে কারা? আমার আপনার পরিচিতরা। সরকারি ওই সিস্টেমগুলোতে ফ্যাসিষ্টদের আড্ডাখানা বানিয়েছে, ফ্যাাসিস্টদের কফি হাউজ বানিয়েছে। এখন এই ফ্যাসিষ্ট সিষ্টেম মোকাবিলা করতে হবে। আমাদের স্পষ্ট বার্তা কেউ একজন জেলা প্রশাসক হোক, বিভাগীয় কমিশনার হোক কিংবা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, তিনি যদি অপরাধী হয়, যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, অর্থ আত্মসাতের অভিযোগ থাকে যত বড় অফিসারই হোক তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

অনুষ্ঠানে সমন্বয়ক শ্যামলী সুলতানা বলেন, গণঅভুত্থানের পর দেখছি শিক্ষকদের ওপর হামলা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে এগুলো করা যাবে না। তা প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সকল অনাচার, দুর্নীতি বন্ধ করতে সকলকে এক যোগে কাজ করতে হবে।

এর আগে সকালে শরীয়তপুর আসেন সারজিসসহ বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ১০ সমন্বয়ক। বেলা ১২টায় ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category