আরবিসি ডেস্ক: গাইবান্ধা শহরে বিদ্যুৎপৃষ্টে শেখ আব্দুল মান্নান জমিদার (৬৫) নামের এক মিষ্টি কারিগর নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের সার্কুলার রোডের রমেশ সুইটস নামের এক মিষ্টির দোকানের ভিতরেই এ দুঘর্টনা ঘটে।
মৃত শেখ আব্দুল মান্নান ওই মিষ্টির দোকানের মিষ্টি কারিগড়। তিনি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকার মৃত শেখ গিয়াস উদ্দিনের ছেলে।
রমেশ সুইটসের ব্যবস্থাপক বাদল চন্দ্র ঘোষ জানান, ২০ বছরেরও বেশি সময় ধরে শেখ আব্দুল মান্নান জমিদার এই প্রতিষ্ঠানে মিষ্টি কারিগড়ের কাজ করতেন। সোমবার বিকেলে সবার অজান্তে দোকানের সীমনা প্রচীরের সাথে পরিত্যক্ত জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যান তিনি। সেখানে উপর থেকে বিদ্যুতের তার ছিড়ে নিচে টিনসেডে লেগেছিল। সেখানেই শেখ আব্দুল মান্নান জমিদার বিদ্যুতায়িত হন। এতে টিনের ওপর পড়ে গিয়ে তিনি দাফাদাফি শুরু করেন। শব্দ শুনে সহকর্মীরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদল চন্দ্র ঘোষ আরও বলেন, জমিদার কাকা প্রতিষ্ঠানের ভালো-মন্দ সিদ্ধান্তের ব্যাপারে পরামর্শ দিতেন। এ শুন্যতা পূরণ হবার নয়।