নিজস্ব প্রতিবেদক: বহুজাতিক অটোমোবাইল কোম্পানি টেসলার সাথে কোলাবোরেশান এ ব্যাটারি প্যাক পাওয়ায় টেসলার ব্যাটারি প্যাকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় স্টুডেন্ট টিমকে সাধু বাদ জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো স্টুডেন্ট টিমের সাথে কোলাবোরেশানে গেছে টেসলা। যা রুয়েট ও বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য অর্জন।
তারা বলেন, টিম ক্র্যাক প্লাটুন হলো রুয়েটের ফর্মুলা স্টুডেন্ট টিম যারা ২০১৪ সালে যাত্রা শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আসছে। তারা ইতোমধ্যে চারটি গাড়ি তৈরি করেছে: CP-B17, CP-E17, CP-E19, এবং CP-E231। ভবিষ্যতে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অটোমোবাইল শিল্পে উল্লেখযোগ্যে অবদান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড: তারিফ উদ্দিন আহমেদসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ, আইটি বিভাগের শিক্ষার্থী সাদিক আল সাবা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।