• বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রাইভেট টিচার এসোসিয়েশনের যৌক্তিক ফি নির্ধারন

Sonia khatun / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে যৌক্তিক প্রাইভেট ফি নির্ধারণ ও ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে রাজশাহী প্রাইভেট টিচার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ্যাসোসিয়েশনের সভাপতি এসএম আনিসুজ্জামান টুকু লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমরা প্রাইভেট টিচার এসোসিয়েশন – রাজশাহীর পক্ষ থেকে আমাদের শিক্ষানগরী রাজশাহীর সকল প্রাইভেটেরা যুক্তিসংগত কোর্স ফি এবং শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের লক্ষে রাজশাহী স্টুডের বড়াউন্সিল এবং এডিসি (শিক্ষা) মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

৬ষ্ঠ ও ৭ম শ্রেণী নির্ধারিত কোর্স ফি এর পরিমান এবং ফি গ্রহণের ধাপগুলি নিম্নরুপ:

৬ষ্ঠ ও ৭ম শ্রেণী সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে ১১০০০/- (এগার হাজার টাকা) পূর্বের ফি ১৪ হাজার টাকা।
কিস্তি সংখ্যা ৪টি
৮ম ও ৯ম শ্রেণী
সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে ১২০০০/- (বার হাজার টাকা)। পূর্ব ফি ১৬ হাজার টাকা
কিস্তি সংখ্যা ৪ টি
১০ম ও এস এস সি প্রিপারেশন সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে ১৪০০০/- (চৌদ্দ হাজার টাকা)। পূর্ব ফি ১৭ হাজার টাকা।
কিস্তি সংখ্যা ৪ টি।

H.S.C ১ম বর্ষ (বিজ্ঞান)

গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান প্রতিটি বিষয়ের ১ম পত্রের জন্য সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে ১৪০০০ (চৌদ্দ হাজার টাকা)। পূর্ব ফি ১৮ হাজার।
কিস্তি সংখ্যা ২ টি
১ম কিস্তির পরিমান সর্বোচ্চ ৮০০০/- (আট হাজার টাকা)
২য় কিস্তির পরিমান সর্বোচ্চ ৬০০০/- (ছয় হাজার টাকা)।

H.S.C ২য় বর্ষ (বিজ্ঞান)
গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান প্রতিটি বিষয়ের ২য় পত্রের জন্য সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে ১৪০০০/- (চৌদ্দ হাজার টাকা)
কিস্তি সংখ্যা ২ টি
১ম কিস্তির পরিমান সর্বোচ্চ ৮০০০/- (আট হাজার টাকা) হাজার টাকা)
২য় কিস্তির পরিমান সর্বোচ্চ ৬০০০/- (ছয়

H.S.C ১ম ও ২য় বর্ষ (ইংরেজি)

সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে ১০০০০/- (দশ হাজার টাকা)। পূর্ব ফি ১৪ হাজার টাকা।
কিস্তি সংখ্যা ২ টি
১ম কিস্তির পরিমান সর্বোচ্চ ৬০০০/- (ছয় হাজার টাকা)
২য় কিস্তির পরিমান সর্বোচ্চ ৪০০০/- (চার হাজার টাকা)

H.S.C ১ম ও ২য় বর্ষ (বাংলা)

সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে ৮০০০/- (আট হাজার টাকা)। পূর্ব ফি ১২ হাজার টাকা।
কিস্তি সংখ্যা ২ টি
১ম কিস্তির পরিমান সর্বোচ্চ ৫০০০/- (পাঁচ হাজার টাকা)
২য়কিস্তির পরিমান সর্বোচ্চ ৩০০০/- (তিন হাজার টাকা)।

H.S.C ১ম ও ২য় বর্ষ (ICT)

সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে ৯০০০/- (নয় হাজার টাকা)
কিস্তি সংখ্যা ২ টি
১ম কিস্তির পরিমান সর্বোচ্চ ৫০০০/- (পাঁচ হাজার টাকা)
২য় কিস্তির পরিমান সর্বোচ্চ ৪০০০/- (চার হাজার টাকা)

কোর্স ফি ফেরত প্রসঙ্গে বলেন, কোর্স ফি কোন ভাবেই ফেরতযোগ্য নয়। শুধু শহর পরিবর্তন ও বিভাগ পরিবর্তন এর ক্ষেত্রে খরচ কর্তন সাপেক্ষে ফেরত যোগ্য। কোর্স ফি বিষয়ক এই নীতিমালা ২০২৫ এবং ২০২৬ সাল এই দুই বছর বলবৎ থাকবে।

উল্লেখ্য যে ২০২৭ সাল থেকে অথবা মুদ্রাস্ফিতি বা বিশেষ কোন কারনে ২০২৭ সালের পূর্বেই কোর্স ফি পরিবর্তনের প্রয়োজন হলে প্রাইভেট টিচার এসোসিয়েশন, স্টুডেন্ট কাউন্সিল ও এডিসি শিক্ষার সাথে আলোচনা সাপেক্ষে কোর্স ফি পুনরায় নির্ধারণ করতে হবে।

এসোসিয়েশনের সকল সদস্য এই নির্ধারিত কোর্স ফি মেনে চলবে। কোর্স ফি সহ অন্যান্য নিয়ম অমান্যকারী এই এসোসিয়েশনের সদস্যপদ হারাবেন এবং তার কোন দ্বায়ভার এসোসিয়েশন গ্রহণ করবে না।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেও ক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে কোর্স ফি শিথিলযোগ্য করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

এছাড়াও এই “প্রাইভেট টিচার এসোসিয়েশন” – রাজশাহী এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, এই সংগঠনের কমিটিতে কেবল অরাজনৈতিক শিক্ষকগণই প্রতিনিধিত্ব করবেন।

এসোসিয়েশনে বাংলাদেশের যে কোন নাগরিক যিনি শিক্ষকতা পেশায় আছেন তিনি সদস্য হতে পারবেন।

রাজশাহীর শিক্ষাব্যবস্থাকে দালালমুক্ত করনের লক্ষে এই এসোসিয়েশন সর্বদা সচেষ্ট থাকবে। যদি কেমন শিক্ষক, ম্যানেজার বা অফিস সহকারী এরুপ কর্মকান্ডে জড়িত আছে বলে প্রমাণ পাওয়া যায় তবে প্রাইভেট টিচার এসোসিয়েশন এবং স্টুডেন্ট কাউন্সিল এর পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অনিক মাহমুদ (অনিক সায়েন্স) এসোসিয়েশন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিম আনজুম মিরসাদ, দপ্তর সম্পাদক শেখ মোঃ সাকিব ( সাকিব ম্যাথ) সদস্য সঞ্জয় কুমার সাহা (গণিত নিকেতন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category