নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০শে সেপ্টেম্বর-২০২৪ এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পৌরকর পরিশোধ করলে হাল করের উপর ১০% রিবেট ও ট্রেড-লাইসেন্স নবায়ন করলে হাল সনের উপর সারচার্জ মওকুফ করা হবে। মঙ্গলবার রাসিকের রাজস্ব বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাসিকের রাজস্ব বিভাগের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত নগরবাসীদের জানানো যাচ্ছে যে, আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে পৌরকর পরিশোধ করলে হাল করের উপর ১০% রিবেট ও ট্রেড-লাইসেন্স নবায়ন করলে হাল সনের উপর সারচার্জ মওকুফ করা হবে। যারা এখন পর্যন্ত পৌরকরের বিল পান নাই তারা নগর ভবনের কর আদায় শাখায় উক্ত সুবিধাসহ পৌরকর পরিশোধ করতে পারবেন। অটোরিক্সা ও চার্জাররিক্সা অনলাইনে নবায়ন কার্যক্রম চলমান রয়েছে। ৩০শে সেপ্টেম্বরের মধ্যে পৌরকর ও লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করা হলো।
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিনা অনুমতিতে ব্যানার, ফেষ্টুন না লাগানোর জন্য অনুরোধ করা হলো। সিটি কর্পোরেশন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।