আরবিসি ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ রাজন মিয়ার (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজন মিয়া কুবাজপুর (আহমাদাবাদ) গ্রামের আফরোজ মিয়ার ছেলে।
এর আগে শনিবার দুপুরে ওই যুবক রানীগঞ্জ-কুবাজপুর সড়কের শংকরখালী (গপাইখালী) ভাঙা নামক স্থানে গরুকে গোসল করানোর জন্য পানিতে নেমে স্রোতে ডুবে নিখোঁজ হন। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল তিন ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।