• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন

‘পর্নোগ্রাফির সঙ্গে জড়িতের অভিযোগ’ মুখ খুললেন অভিনেত্রী শিরিন শিলা

Sonia khatun / ৯২ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আরবিসি ডেস্ক: সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে নিয়ে বানোয়াট কনটেন্ট ছড়ানোর অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা।

সম্প্রতি কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ হয় তাকে নিয়ে। সেসব কনটেন্টে দাবি করা হয়―সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন এ অভিনেত্রী। এছাড়াও তার বিলাসী লাইফস্টাইল ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। আর অভিনয়ের পাশাপাশি অসামাজিক বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়।

এদিকে অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে নেতিবাচক বিভিন্ন বিষয় ছড়ানোয় ব্যাপকভাবে চটেছেন অভিনেত্রী শিরিন শিলা। এতদিন বিষয়গুলো নিয়ে না ভাবলেও এবার অনেকটা বাধ্য হয়েই কথা বললেন তিনি। এছাড়াও আইনের আশ্রয় নিচ্ছেন বলেও জানিয়েছেন। গত ৫ সেপ্টেম্বর ফেসবুক ভেরিফায়েড পেজে এক ভিডিওবার্তায় এসব জানান এ অভিনেত্রী।

শিরিন শিলা বলেন, এখন থেকে প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনোকাণ্ডে কয়েকজন নায়িকাদের সঙ্গে আমার নামও এসেছিল। সেই ইস্যুটিই আবারও টেনে আনছেন আপনারা। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, একজন যুবলীগ নেতার সঙ্গে নাকি আমার সখ্যতা রয়েছে। আমি নাকি তাদের সঙ্গে বিদেশ সফরে গেছি। আর সরকার পতনের পর গা ঢাকা দিয়েছি আমি।
এসব বিষয়কে মিথ্যা প্রমাণ করে তিনি বলেন, দেখুন, আমি তো এখনো আমার বাসাতেই অবস্থান করছি। গা ঢাকা দেব কেন? আর যাদের কথা বলা হচ্ছে, আমার জানামতে এখনো কারাগারেই রয়েছেন তারা। তাদের তো আমেরিকার ভিসাও নেই। আমি যদি বাইরে যাইও, তাহলে আমেরিকাতে যাই।

এ অভিনেত্রী বলেন, গত ৬-৭ বছর আগে কখনো দুবাই বা অন্য কোনো দেশ সফরে যাইনি আমি। কেবল আমেরিকা ছাড়া। আর সেখানে তো তাদের সঙ্গে কোনো বিদেশ সফরের প্রশ্নই আসে না।

এ সময় প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, আর একটি বিষয়, আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। যদি এসবের সঙ্গে আমি জড়িতই থাকি, তাহলে এ অবস্থায় কীভাবে আমি অভিনেত্রী হলাম। আমি তো আর সানি লিওন না। ইন্ডাস্ট্রিতে অভিনয় করি। যদি আামার কোনো পর্নোগ্রাফির ভিডিও বা লিংক থেকে থাকে, তাহলে সেটা আজও কেন প্রকাশ পেল না?

তিনি আরও বলেন, আমি একটি ভদ্র ফ্যামিলির মেয়ে। কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহব্যবসায়ীও বলা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও গুজব। আমি আসলে ঠিক জানি না, কারা আমাকে নিয়ে এসব গুজব ছড়াচ্ছে। তবে যারাই এসব করছে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

শিরিন শিলা বলেন, মিথ্যা ও গুজব ছড়িয়ে আমাকে সামাজিকিভাবে হেয় করা হচ্ছে। ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মিলিয়ে ১৮টি ইউআরএলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া মামলা করার জন্যও প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেব আমি।

প্রসঙ্গত, সম্প্রতি ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা মুক্তি পেয়েছে শিরিন শিলার। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, চিত্রনায়িকা আঁচল আঁখি, বড়দা মিঠুসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category