• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন

কলা খেলে কি সত্যিই ভালো ঘুম হয়, যা বলছেন পুষ্টিবিদ

Sonia khatun / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আরবিসি ডেস্ক: অনেকেই আছেন যাদের রাতে ভালো ঘুম হয় না। বাসা-বাড়ির সবাই যখন ঘুমে মগ্ন, তখনও এপাশ-ওপাশ করতে হয়। আর এভাবে দেখা যায় ভোর হয়েছে। এতে যেমন ঘুমের ঘাটতি থেকে যায়, একইসঙ্গে দুর্বল হয়ে পড়ে শরীর। এ কারণে কোনো কাজে মনও বসে না। আবার সারাদিন দুশ্চিন্তাও থাকে।

এ ধরনের অনিদ্রার সমস্যায় অনেকেই নিয়মিত কলা খাওয়ার কথা বলে থাকেন। এতে নাকি ভালো ঘুম হয়। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ ধরনের যুক্তির অভাব নেই। এখন প্রশ্ন হচ্ছে―আসলেই কি কলা খেলে রাতে ভালো ঘুম হয়? সম্প্রতি এ ব্যাপারে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

কলাই সেরা: অল্প টাকার ফলের মধ্যে কলাকেই সেরা বলা যায়। এতে ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম বিদ্যমান। এসব উপাদান স্বাস্থ্যের হাল ফেরাতে খুবই কার্যকর। আবার কলায় অল্প পরিমাণ ফাইবারও রয়েছে। ফলে কলা খেলে পাকস্থলীও ভালো থাকে। একইসঙ্গে ছোট ছোট বিভিন্ন অসুখও দূরে থাকে। এ জন্য নিয়মিত ডায়েটে কলা রাখতে পারেন।

ঘুমের জন্য উপকারী: কলা এমনই উপকারী ফল, যাতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়া, ও ট্রিপটোফ্যান রয়েছে। এসব উপাদান শরীরকে রিল্যাক্স করে থাকে। এতে বিছানায় শোয়ার পর চোখ বন্ধ করলে অল্প সময়ের মধ্যেই ঘুম আসে। আবার কলা খাওয়ার ফলে শরীরে সেরোটোনিন হরমোণের ক্ষরণও বৃদ্ধি পায়। যা থেকে অনিদ্রা দূর হয়।

রাতেই কি খেতে হবে: অনেকেরেই রাতে ফল খেলে তা হজমে সমস্যা হয়। এছাড়া গ্যাস-অ্যাসিডিটির মতো সমস্যাও হয়ে থাকে। এ জন্য রাতে কলা খাওয়া ঠিক নয়। তবে যাদের সমস্যা নেই তারা খেতে পারেন। এতে শরীরের পুষ্টির ঘাটতি দূর হবে। একইসঙ্গে ভালো ঘুমও হবে।

দিনে কয়টি খাওয়া যাবে: একজন সুস্থ মানুষ দিনে এক থেকে দুটি কলা খেতে পারেন। এতে উপকার পাবেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে, তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কলা খাবেন না। কারণ, হঠাৎ কলা খাওয়ার ফলে সুগার বেড়ে গিয়ে সমস্যা জটিল হওয়ার শঙ্কা থাকে।

এছাড়া কিডনি রোগের মধ্যে যাদের পটাশিয়ামের করুন অবস্থা, তারাও কলা খাওয়ার আগে অবশ্যই ভেবে খাবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category