• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন স্বৈরাচারের পতন হলেও এখনো গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়নি: নজরুল টিউলিপের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেপ্তার ৩

Reporter Name / ৫১ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সাংসদ ও স্বাচিপ নেতা প্রফেসর ডা. মনসুর রহমানসহ ২৭০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস-নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদাত হোসেন বাদী হয়ে দুর্গাপুর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে ২০০ জনকে। এ মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর ও ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী।
সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক এমপি ডা. মনসুর রহমান ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী ও নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বদ্বীতায় পুণরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন প্রফেসর ডা. মনসুর রহমান। ২০২৪ সালের ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ফের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত আব্দুল ওয়াদুদ দারা। এরপর সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন আব্দুল ওয়াদুদ দারা।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগীতাকারীদের হত্যার উদ্দ্যেশ্যে দুর্গাপুর উপজেলা সদরের মেডিকেল মোড়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে বোমাবাজি করে নাশকতা সৃষ্টি করেন আসামীরা।

মামলার অন্য আসামীরা হলেন, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্কাছ আলী, কিশমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আদম আলী, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুস সাদাত নজম, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারন সম্পাদক রিপন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন।

দুর্গাপুর থানার ওসি এবিএম মাসুদ জানান, বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে মামলার বাদিসহ ছাত্র আন্দোলনে অংশ নেওয়াদের প্রাণনাশের হুমকি অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। এ মামলার এজাহার নামীয় তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category