আরবিসি ডেস্ক: নাটোরের পানিতে ডুবে সাব্বির হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত শিশু সাব্বির হোসেন নতুনপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শিশু সাব্বির বাড়ির পাশে খেলা করছিল। খেলা করার কোনো এক সময়ে অসাবধানতাবসত সে পাশের জলাশয়ে পড়ে যায়। অনেক সময় সাব্বিরকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে প্রতিবেশীরা শিশুটিকে খুঁজতে শুরু করে গ্রামের মধ্যে। অনেক খুঁজেও শিশু সাব্বিরকে কোথাও না পেয়ে গ্রামবাসী জলাশয়ে খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা বাচ্চাটিকে জলাশয়ের পানি থেকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।