• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

বন্যার্তদের ত্রান নিয়ে ফেনীর উদ্দেশ্যে রাজশাহী মোহনপুরের শিক্ষার্থীরা

Sonia Khatun / ৭৫ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বন্যাদূর্গত ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগীতার লক্ষ্যে ১৩ দিনের সংগ্রহকৃত ত্রান নিয়ে ফেনীর ফুলগাছী ও পরশুরাম এলাকায় রওনা দিয়েছেন মোহনপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সদস্যের প্রতিনিধি দল৷ 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫ শতাধিক পরিবারকে সহায়তার উদ্দেশ্যে সংগ্রহ করা ত্রান প্যাকেটজাত করা হয়৷ এরপর একটি পিকআপ যোগে রাত ৮টায় প্রতিনিধি দলটি রওনা হয়৷ 

এসময় উপস্থিত রাজশাহী কলেজ শিক্ষার্থী প্রতিনিধি সোহেল রানা বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত ১৩ দিন থেকে মোহনপুর উপজেলার ৬টি ইউনয়ন পর্যায় থেকে আমরা ত্রান সামগ্রী সংগ্রহ করি৷ এসব ত্রান সামগ্রী নিয়ে আজ আমাদের ১০ জন প্রতিনিধি ফেনীর উদ্দেশ্যে রওনা হয়৷ 

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি রুবেল হাসান জানান, ত্রান সামগ্রীর মধ্যে আমরা চাল, ডাল, তেল, মসলা ও মোমবাতি রেখেছি৷ বন্যা পরবর্তী সময়ে এইসব সামগ্রী তাদের জীবন ধারনে কিছুট সস্তি বয়ে আনবে৷ 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শিক্ষার্থী প্রতিনিধি সোহেল রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রতিনিধি রুবেল হাসান, চিকিৎসক আনোয়ার হোসেন, ইউনিয়ন প্রতিনিধি মামুন, জাহানাবাদ ইউনিয়ন প্রতিনিধি তরিকুলসহ মোহনপুর উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category