• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন স্বৈরাচারের পতন হলেও এখনো গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়নি: নজরুল টিউলিপের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ

নারীর নিরাপত্তায় সোচ্চার সামান্থা

RATUL ISLAM / ৪১ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণি সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। কেরালার সর্বোচ্চ শিল্পী সংগঠন আম্মা বা অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি অ্যাক্টরস কমিটি ভেঙে দেওয়া হয়। কেরালায় যখন একের পর এক অভিযোগ উঠছে, তখন নায়িকাদের সমর্থনে মুখ খুলছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

নিজের ইনস্টাগ্রামে দেয়া এক দীর্ঘ পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা যারা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সবাই হেমা কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছি। এই প্রতিবেদনে কেরালার অনেক অভিনেত্রীর অভিযোগ উঠে এসেছে। আমি তেলেঙ্গানা সরকারকেও অনুরোধ করব যৌন হয়রানি নিয়ে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনতে। এটা তেলেগু সিনেমায় কাজ করা নারীদের নিরাপত্তা দিতে সাহায্য করবে।’

সাত বছর আগে প্রযোজক তথা অভিনেতা দিলীপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক মালয়ালম অভিনেত্রী। সে বছরের অভিনেতাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। এর কিছুদিন পরই জামিনে বের হন অভিনেতা। এরপরও দমে যাননি অভিনেত্রী। অভিনেত্রীর পাশে ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী দাঁড়িয়েছেন। বিষয়টি নিয়ে বেশ চাপে পড়ে কেরালা সরকার। এরপরই গঠন করা হয় হেমা কমিটি। রাজ্য সরকার ২০১৭ সালে তিন সদস্যের বিচারপতি হেমা কমিটি গঠন করলেও রিপোর্ট জমা দিয়েছিল ২০১৯ সালে। আইনি চ্যালেঞ্জের কারণে রিপোর্টটি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তেলেঙ্গানা সরকারকে কেরালা-স্টাইলে কমিটি গঠন করলে ইন্ডাস্ট্রি অনেক উপকৃত হবে বলেই জানিয়েছেন সামান্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category