নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। নিহত ওই যুবকের নাম সোহান আলী (১৮)। সে পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত ১১ টার দিকে ইলামদহী বাজারের সাবেক রফিকুল মেম্বারের মুদিখানার দোকানসহ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় হাতে-নাতে স্থানীয়রা সোহানকে ধরে ফেলে গণপিটুনি দিতে শুরে করেেএতে গুরুতর আহত হয় সোহান। পরে রাতে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সেখানেই মারা যায় সোহান। লাশ ময়নাতদন্তের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ওসি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।