• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

বাগমারায় শিক্ষার্থীদের উপর হামলা : শিক্ষার্থীদের প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান 

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
oppo_32

জাহিদ হাসান সাব্বির : গত ২৫ আগষ্ট বন্যার্তদের গনত্রান সংগ্রহকালে বাগমারায় শিক্ষার্থীদের উপর হামলাসহ ১০ দফা দাবীতে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার সকাল ১১টায়  বাগমারা উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা ও পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, গত ২৫আগস্ট বন্যার্তদের জন্য আমরা ত্রান সংগ্রহে বাগমারার প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিলাম৷ এসময় কিছু দুষ্কৃতকারী আমাদের উপর হামলা চালায়৷ একপর্যায়ে আমাদের বেশ কয়েকজন বন্ধু ও সহপাঠীরা আহত হয়৷ আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি৷

প্রতিবাদ সভা শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর ১০দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে৷ স্মারকলিপিতে উল্লেখ দাবীগুলো হলো, সম্প্রতি সাধারন শিক্ষার্থী-জনতার উপর হামলার বিচার, গুলিবিদ্ধ ও আহত শিক্ষার্থীদের চিকিৎসা, আহত শিক্ষার্থীদের পুনর্বাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক বল প্রয়োগ রোধ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ, শিক্ষক-ছাত্রদের উপর হামলায় জড়িতদের শাস্তি, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ রোধ, আইনের শাসনের যতাযথ প্রয়োগ ও বন্যার্তদের সহায়তা।

প্রতিবাদ সভায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিম হোসেন, হাফিজুর রহমান, রাজশাহী কলেজের শিক্ষার্থী আদিব, ইউনাইটেড ইউনিভার্সিটির আল আমিন বারি, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আনোয়ার, রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী আবু শাকিল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুইটসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category