আরবিসি ডেস্ক: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ঢাকা সফর করতে পারেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তার ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।
জেনেভা ও ঢাকায় জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ফলকার টুর্কের ঢাকা সফরের আয়োজন করা যায় কি না, তা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তরের আলোচনা চলছে।
এর মাধ্যমে বাংলাদেশের অনুরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা ও নির্যাতন তদন্তে জাতিসংঘ যুক্ত হতে যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও মানবাধিকার সমুন্নত রাখার প্রক্রিয়ায় যুক্ত হবে বৈশ্বিক সংস্থাটি।
এমন এক প্রেক্ষাপটে ফলকার টুর্কের বাংলাদেশ সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কোন কোন পরিসরে জাতিসংঘ যুক্ত হতে পারে, তা নিয়ে ফলকার টুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।