• মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নিয়াজ

Sonia khatun / ২৩ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আরবিসি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নিয়াজ আহমেদ খানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন।

ড. নিয়াজ আহমেদ খান বর্তমানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রফেসর নিয়াজ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

ঢাবি উপাচার্য হিসেবে ড. এ এস এম মাকসুদ কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন প্রফেসর নিয়াজ আহমেদ খান। ২০২৩ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শেখ হাসিনার পদত্যাগের পর তিনিও পদত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category