আরবিসি ডেস্ক: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সাভারের আশুলিয়ার ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত পৌনে ১১টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার ওই ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ১০টা ৪৯ মিনিটের দিকে ঝুটের গোডাউনে আগুনের খবর পায় তারা। পরে রাত ১০টা ৫৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৩ ইউনিট, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ ইউনিট এবং ধামরাই ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় সাবেক এমপি সাইফুল ইসলামের ঝুটের গোডাউনসহ অন্তত ১৫টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।