• রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

কাঁচা মরিচে আগুন, চট্টগ্রামে কেজিতে হাজার ছুঁয়েছে

Sonia khatun / ২২ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আরবিসি ডেস্ক: বন্যার কারণে তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ। সরবরাহ সংকট সৃষ্টি হওয়ায় চট্টগ্রামে কাচাঁবাজারে সবজি ও কাঁচা মরিচের দাম অনেক বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি মরিচ ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো খুচরা অসাধু বিক্রেতা এক হাজার টাকায়ও বিক্রি করছে।

ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ দূরের বিভিন্ন জেলা থেকে। গত তিন দিন কাঁচা মরিচসহ সবজি আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কয়েকগুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু খুচরা বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কাঁচা মরিচ বাজারে সরবরাহ না থাকলে দাম বাড়তি নেয়ার কোনো সুযোগ নেই। আমরা বেশকিছু অভিযোগ পেয়েছি। বাজারে অভিযান পরিচালনা করে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে নগরের রিয়াজউদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে, সামান্য কয়েকজন খুচরা বিক্রেতা সীমিত পরিমাণ দেশি কাঁচা মরিচ বিক্রি করছেন। এসব দোকানে প্রতি ১০০ গ্রাম মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। দাম শুনে কাঁচা মরিচ কিনছেন না অধিকাংশ ক্রেতা।

নাজমুল নামে এক ক্রেতা বলেন, বৃহস্পতিবার ১০০ গ্রাম নিয়েছিলাম ৩৫ টাকা দিয়ে। শনিবার বাজারে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দাম চাইছে।

নগরের বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে ৮০০ থেকে ৯০০ টাকায় প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

রেয়াজুদ্দিন বাজারের মেসার্স মেম্বার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী নুরুল ইসলাম বলেন, বাজারে গত দু-তিন দিন কাঁচা মরিচ না আসায় সংকট সৃষ্টি হয়েছে। মহাসড়কে পানির কারণে দূরের জেলা থেকে সবজি ও মরিচ আনা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার ও শুক্রবার প্রতি কেজির দাম ১৭০ থেকে ২৮০ টাকার মধ্যে ছিল। এখান বাজারে কাঁচা মরিচ নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category