• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

জার্মানিতে ছুরিকাঘাত: মূল সন্দেহভাজন গ্রেফতার

Sonia khatun / ১০ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আরবিসি ডেস্ক: শুক্রবারের ছুরিকাঘাতের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেফতার করছে জার্মান পুলিশ।

স্থানীয় সময় শনিবার তাকে গ্রেফতার করা হয়।

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শনিবার রাতে তিনি বলেন, “সারাদিন আমরা যে ব্যক্তিকে খুঁজছিলাম অবশেষে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।”

গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জার্মানির গণমাধ্যম বিল্ড ও স্পিগেল জানিয়েছে, রক্তে মাখা পোশাকসহ সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

এদিকে হামলার দায় স্বীকার করে শনিবার একটি বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট।

শুক্রবার জার্মানির জোলিঙ্গেন শহরে স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও আটজন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। সেখানেই হামলাটি চালানো হয়। উৎসবটি শুক্রবার শুরু হয়ে রবিবার শেষ হওয়ার কথা ছিল।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category