• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

রবিবার পুরোদমে চালু হতে পারে এনআইডি সেবা

Sonia Khatun / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

আরবিসি ডেস্ক: আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্প তথা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের জনবলকে রাজস্ব আনতে সংশ্লিষ্টরা দুদিন ধরে কর্মবিরতি রেখেছে। ফলে সারা দেশে এনআইডি সেবা কার্যত বন্ধ রয়েছে। তবে আগামী রবিবার সেবা কার্যক্রম পুরোপুরি চালু হতে পারে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সারা দেশ থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী রবিবার তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে সেদিন থেকে এনআইডি সেবা পুরোদমে চালু হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা আজ ঢাকায় সেবা দিয়েছি। তবে জেলা ও উপজেলা থেকে আমাদের লোকবল কর্মসূচির জন্য ঢাকায় চলে আসায় স্থানীয় পর্যায়ে এ এনআইডি সংক্রান্ত অনেক সেবা মিলছে না।

গত মঙ্গলবার রাতে আন্দোলনের ডাক দিয়ে এনআইডির সব জনবল বুধবার ঢাকায় চলে আসে। এতে সেদিন সাময়িক অসুবিধা হলেও বৃহস্পতিবার প্রায় সব সেবা বন্ধ হয়ে যায়। এদিকে আন্দোলনকারীর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার সাপেক্ষে কর্মসূচি থেকে সরে আসার চিন্তা-ভাবনাও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category