নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে টেস্ট ভেন্যুর দাবিতে মানববন্ধন করেছে বৈকালি সংঘ রাজশাহী।
বুধবার (২১ আগষ্ট) নগরীর জিরোপয়েন্টে বিভিন্ন ক্রীড়ানুরাগীরাদের অংশগ্রহণে এ মানববন্ধন করা হয়।
এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেটের টেস্টভেন্যু নির্মাণ করার দাবি জানান বৈকালি সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা। তিনি বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ক্রীড়া অনুরাগীদের জন্য তেরোখাদিয়া মৌজায় বিশাল জমি শেখ কামাল কনভেনসন সেন্টারের জন্য অধিগ্রহণ করা হয়েছে। রাজশাহী ক্রীড়া প্রেমীদের দাবি শেখ কামাল কনভেনসন সেন্টারের জন্য অধিগ্রহণ করা জায়গায় একটা ফাইভস্টার হোটেল নির্মাণ করে রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেটের টেস্টভেন্যু ঘোষণা করলে ক্রীড়াঙ্গনের দিক দিয়েও এগিয়ে যাবে রাজশাহী।
মানববন্ধনে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামসুল হুদা কিসলু, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সভাপতি নর্থ বেঙ্গল ক্লাব রাজশাহীর সভাপতি হাসনাত হোসেন জন, সেক্রেটারি মুক্তি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আজম সাজু সহ বিভিন্ন ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।