জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে নির্দলীয় শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে তারা এ দাবি জানান। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কলা ভবন ও বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভাড়াটিয়া ভিসি আসলে, গেটে তালা ঝুলবে,’ ‘জবি থেকে ভিসি চাই, দিতে হবে দিতে হবে’ শ্লোগান দেন।
মানববন্ধনে অংশ নেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক কামরুল ইসলাম জুয়েল ও আতিয়ার রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মিঠুন মিয়া, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফা হাসান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করতে যিনি মেরুদণ্ড সোজা করে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সক্ষম হবেন, এমন উপাচার্য দিতে হবে। বহিরাগত উপাচার্যকে কোনো সহযোগিতা না করারও ঘোষণা দেন তারা।