নিজস্ব প্রতিবেদক: সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ধারীদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাজশাহী আদালত চত্বরে মানববন্ধন ও পরে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এসময় তারা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানিনা মানবো না, কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না এসব স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় বক্তারা বলেন, সকল সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু আমরা এই সুবিধা হতে বঞ্চিত। স্বাধীন রাষ্ট্রে এই বিষয়টি বৈষম্যের স্পষ্টচিত্র। অমারা যারা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা আমরা যারা শিক্ষার্থী আছি বৈষম্য হতে আমরা পরিত্রান চায়। আমরাও ১০ম গ্রেডে উন্নিত হতে চাই এবং তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এসময় রাজশাহী সরকারী সার্ভে ইসস্টিটিউটে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।