নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৯ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথক ভাবে র্যালীর আয়োজন করে। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে নগরীর ভূমন মোহন পার্কে সমাবেশ করে মহানগর স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়াক এ্যাড. এরশাদ আলী ঈশা। সমাবেশে বক্তরা বলেন, আইন নিজের হাতে তুলে নেবো না। রাষ্ট্রীয় স্থাপনা নষ্ট বা আইনশৃঙ্খলাবাহিনীর কার্যালয়ের ওপর হামলা থেকে বিরত থাকতে হবে। আইনশৃঙ্খলাবাহিনী বা আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।