নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হাত থেকে রেহায় পায়নি থানা, ফাঁড়ি এমনকি পুলিশবক্স। পরে পরিস্থিতি বিবেচনায় কর্মস্থলে ফিরতে শুরু করে পুলিশ। পুলিশের ক্ষতিগ্রস্ত এসব স্থাপনা গুলোতে কাজের পরিবেশ ফিরিয়ে আনা হচ্ছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শিরোইল বোয়ালিয়া পুলিশ বক্স চালু করা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় নগরীর শিরোইল কেন্দ্রীয় বাসটার্মিনালে বোয়ালিয়া পুলিশ বক্সের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ। এসময় অন্যান্যদের মধ্যে পুলিশসদস্য ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।