নিজস্ব প্রতিবেদক : আদিবাসীদের ৯ দফা দাবিসহ ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও নিরাপত্তার দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নগরীর জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে এ কর্মসূচী করা হয়।
এসময় আদিবাসীদের ন্যায্য অধিকার আদায়ে বিভিন্ন দাবি তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।
সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গনেশ মারান্ডী, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সংগঠনটির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুশেন্দ কুমার, সদস্য সান্দোয়ার রাজকুমার শাওসহ আদিবাসী সম্প্রদায়ের অনুগামীরা।