• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার দলকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এইচপি

Sonia Khatun / ২৮ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আরবিসি ডেস্ক: টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটোরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ এইচপি দল। এইচপি দলের করা ১৩৮ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নর্দার্ন টেরিটোরি করতে পারে ১১৭ রান।

আজ রোববার (১৮ আগস্ট) ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৮ রান করে বাংলাদেশ এইচপি। অসাধারণ এক ইনিংস উপহার দেন শামীম হোসেন। ৩৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ৪৯ রানের জুটি করা মাহফুজুর রহমান রাব্বি করেন ২০ বলে ২১ রান।

টপঅর্ডারে অবদান রেখেছেন তানজিদ হাসান তামিম (১১ বলে ১৬), পারভেজ হোসেন ইমন (২৩ বলে ১৭) ও আফিফ হোসেন (১৬ বলে ২২)।

জবাব দিতে নেমে শুরুটা ভালো করেছিল নর্দার্ন টেরিটোরি। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলে তারা। সপ্তম ওভারে অফস্পিনার আল ইসলাম ব্রেকথ্রু এনে দেন বাংলাদেশ এইচপিকে। এরপর দশম ওভারে টানা ২টি উইকেট শিকার করেন রাকিবুল হাসান।

বাংলাদেশ এইচপির জন্য হুমকি হয়ে ওঠা জ্যাক ওয়েথারাল্ডকে (২৯ বলে ৩৪) বোল্ড করেন রাকিবুল। নতুন ব্যাটার লাকলান বেংকসকে প্রথম বলেই নিজের হাতের ক্যাচ বানান তিনি।

অধিনায়ক জে ডিকম্যানকে (১৬ বলে ১১) বোল্ড করেন রিপন মণ্ডল। এরপর আর নর্দার্ন টেরিটোরির ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। ৩টি উইকেট শিকার করেন রিপন, ২ উইকেট নিজের নামের পাশে লেখেন রাকিবুল।

দিনের অপর সেমিফাইনালে পাকিস্তান শাহিনসকে ৩০ রানে হারায় অ্যাডিলেইড স্ট্রাইকার্স। ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category