• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীতে ৪ ভাইয়ের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

Sonia Khatun / ৯৫ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শান্তি, শৃঙ্খলা ও সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে রুবেল ও তার ভাইদের অপকর্মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে নগরীর পাঠানপাড়া মোড়ে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।

এসময়, স্থানীয় এলাকাটির বিভিন্ন অপরাধের বিষয়ে অভিযোগ তুলে ধরেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ বছর যাবৎ রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধভাবে চরদখল, নদীর পাড় ও বিভিন্ন স্থানে সাধারণ জনগণকে হয়রানি, সন্ত্রাস, ছিনতাই, মারামারি, টাকা আত্মসাৎ করে আসছে রুবেল, সাগর, শাওন ও রজিম।

তারা আরো বলেন, ৪ ভাই যৌথভাবে সাধারণ মানুষকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন প্রকার অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ করে তাদের গ্রেফতার করতে হবে। এর মাধ্যমে অপরাধ মুক্ত হবে এলাকা ও মাদকমুক্ত হবে সমাজ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকার বাসিন্দা আরিফ, মামুন, হারুন, নান্নু, লালন, দোলাতসহ এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category