স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কাপ- পিরিচ প্রতিকে ৪৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে রাজশাহীর তানোর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লুৎফর হায়দার রশিদ ময়না। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুনের (মোটরসাইকেল প্রতীক) চেয়ে ২৬ হাজার ৩১৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন। বুধবার রাতে তানোর উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
এদিকে দোয়াত-কলম প্রতিকে ৬৭ হাজার ৮৮ ভোট পেয়ে গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. বেলাল উদ্দিন সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম (কাপ-পিরিচ প্রতিক) এর চেয়ে ৪২ হাজার ৭৬০ ভোট বেশি পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন।
বুধবার রাতে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা যেবুন্নেছা শাম্মি বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। এদিন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল ৪টার সময়। পরে প্রাপ্ত ভোট সংখ্যা হিসেব করে এই ফলাফল ঘোষণা করা হয়।
আরবিসি/০৮ মে/ রোজি